ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরির রেকর্ডে নতুন উচ্চতায় টেইলর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৭
সেঞ্চুরির রেকর্ডে নতুন উচ্চতায় টেইলর ছবি: সংগৃহীত

কেন উইলিয়ামসন ও প্রয়াত মার্টিন ক্রোর পাশে নাম লেখালেন রস টেইলর। নিউজিল্যান্ডের জার্সিতে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করেছেন ৩৩ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটসম্যান।

হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ১৭ নম্বর সেঞ্চুরি আদায় করে নেন টেইলর। এটি তার ৮৩তম টেস্ট।

বর্তমান অধিনায়ক উইলিয়ামসন ৬১ টেস্টে এতোসংখ্যক শতকের দেখা পান। গত বছরের মার্চে ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমানো মার্টিন ক্রোর লেগেছিল ৭০টি ম্যাচ। কিউইদের হয়ে ১৭টির বেশি টেস্ট সেঞ্চুরি কারো নেই।

সাদা পোশাকে দেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক টেইলের রান এখন ৪৮.০৪ গড়ে ৬২৪৬। এখন পর্যন্ত ৬৩ টেস্টে (হ্যামিল্টন টেস্ট সহ) ৫০.৬২ গড়ে ৫২১৪ রান উইলিয়ামসনের। ৭৭ টেস্টে ৫৪৪৪ রান করেছিলেন ক্রো।

এ তালিকায় সবার উপরে স্টিফেন ফ্লেমিং। ১১১ টেস্টে ৭১৭২ রান। ১০১ ম্যাচে ৬৪৫৩ রান নিয়ে দ্বিতীয় অবস্থানে সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ১১ ডিসেম্বর, ২০১৭
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।