ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ম্যাথুসবিহীন শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৮
টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, ম্যাথুসবিহীন শ্রীলঙ্কা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

মাঠে গড়ালো ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বহুল প্রতিক্ষীত ম্যাচ। নিজ দেশ লঙ্কানদের কোচ হয়ে প্রথমবার সাবেক শিষ্যদের মুখোমুখি চন্ডিকা হাতুরুসিংহে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোমাঞ্চকর ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি বিন মর্তুজা।

গুরুত্বপূর্ণ ম্যাচে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে পাচ্ছে না শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি।

অধিনায়কত্বের দায়িত্ব দিনেশ চান্দিমালের কাঁধে। হাতুরুসিংহে কোচ হওয়ার পরই ওয়ানডে দলের নেতৃত্বে ফেরেন ম্যাথুস।

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। পেস শক্তি বাড়াতে স্পিনার সাঞ্জামুল ইসলামের পরিবর্তে নেওয়া হয়েছে উদীয়মান বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। শ্রীলঙ্কা টিমে দু’টি পরিবর্তন শোভা পাচ্ছে। ম্যাথুস ছাড়াও খেলতে পারছেন না পেসার দুশমান্থা চামিরা। দু’জনের জায়গায় সুযোগ পেয়েছেন যথাক্রমে নিরোশান ডিকভেলা ও নুয়ান প্রদীপ।

উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গেই প্রথম কোনো ত্রিদেশীয় সিরিজের ট্রফি জয়ের জানান দেয় টিম বাংলাদেশ। সেই জিম্বাবুইয়ানদের কাছেই মিরপুরে ঐতিহাসিক শততম ওয়ানডেতে হারের তেতো স্বাদ পেয়েছে লঙ্কান শিবির। টুর্নামেন্টের তৃতীয় ম্যাচের লড়াইয়ে শেষ হাসি কারা হাসবে সেটিই এখন দেখার বিষয়!

আত্মবিশ্বাস ধরে রেখে জয় ভিন্ন কিছুই ভাবছে না মাশরাফির দল। চারদিন আগে জিম্বাবুয়েকে ১৭০ রানে গুটিয়ে দিয়ে ৮ উইকেটের উড়ন্ত জয় তুলে নেয় টাইগাররা। ৮৪ রানের অপরাজিত ইনিংস উপহার দেন তামিম ইকবাল।  অন্যদিকে, ঢাকার মাটিতে প্রথম অ্যাসাইনমেন্টে হাতুরুসিংহের লঙ্কা কোচিং ক্যারিয়ার শুরু হয়েছে হতাশা দিয়ে। দু’দিন আগে অনুষ্ঠিত ম্যাচটিতে লঙ্কানদের ১২ রানে (টার্গেট ২৯১) হারিয়ে মাঠ ছাড়েন হ্যামিল্টন মাসাকাদজারা। বলা বাহুল্য, ছয় মাস আগে শ্রীলঙ্কাকে তাদের মাঠেই ওডিআই সিরিজে (৩-২) পরাজয়ের লজ্জায় ডোবায় জিম্বাবুয়ে।

মাস কয়েক আগেও বাংলাদেশের ডাগআউট থেকে ম্যাচের কৌশলের নেতৃত্ব দিতেন হাতুরু। এখন তিনি প্রতিপক্ষের ডেরায়। গত নভেম্বরে পদত্যাগ করেন। ডিসেম্বরে তাকে হেড কোচ হিসেবে ঘোষণা করে লঙ্কান বোর্ড। সাড়ে তিন বছরে (২০১৪ সালের মে মাসে যোগ দিয়েছিলেন) বাংলাদেশের অন্যতম সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন হাতুরু। কিন্তু তার বিদায়টা সুখকর হয়নি। ছিল তিক্ততার রেশ!

সব মিলিয়ে হাতুরুর শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ ঘিরে একটা বাড়তি রোমাঞ্চ কাজ করছে দর্শকদের মনে। সবশেষ গত বছরের মার্চ-এপ্রিলে দু’দলের মধ্যকার দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে লঙ্কানদের মাটি থেকে ১-১ (একটি ম্যাচ পরিত্যক্ত) সমতা নিয়ে ফেরে লাল-সবুজের জার্সিধারীরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চান্দিমাল (অধিনায়ক), নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), কুশল মেন্ডিস, আসিলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনাঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ১৯ জানুয়ারি, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।