ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার মাটিতে হোয়াইটওয়াশ এড়াতে পারবো তো বিরাট কোহলির ভারত! জোহানেসবার্গে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনেই এমন শঙ্কা জন্ম নিয়েছে। টস জিতে ব্যাটিংয়ে নেমে মরকেল-রাবাদাদের পেস তোপে প্রথম ইনিংসে ১৮৭ রানে গুটিয়ে গেছে টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপ।
জবাবে ১ উইকেটে ৬ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে প্রোটিয়ারা। পেসবান্ধব উইকেটে এখনো ১৮১ রানে পিছিয়ে স্বাগতিক শিবির।
হাতে ৯ উইকেট। ভুবনেশ্বর কুমারের বলে পার্থিব প্যাটেলের গ্লাভসে ধরা পড়েন আইদেন মার্করাম (২)। ডিন এলগার ৪ রানে অপরাজিত আছেন। এখনো রানের খাতা খোলেননি ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নামা কাগিসো রাবাদা।
এর আগে পেস-বাউন্সের সামনে খেই হারিয়ে ফেলে সফরকারীরা। কোহলি (৫৪) ও চেতশ্বর পুজারা (৫০) অর্ধশতক হাঁকিয়ে সাজঘরে ফেরেন। ভুবনেশ্বর কুমারের ব্যাট থেকে আসে ৩০। আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। তিনটি উইকেট দখল করেন রাবাদা। দু’টি করে নেন মরনে মরকেল, ভারনন ফিল্যান্ডার ও আন্দাইল ফেলুকভায়ো। অন্যটি লুঙ্গি এনগিদির।
তিন ম্যাচ সিরিজে ২-০ তে এগিয়ে দ. আফ্রিকা। কেপটাউনে ৭২ ও সেঞ্চুরিয়ানে ১৩৫ রানে হার মানে ভারত।
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমআরএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।