আর এনগিদি তিনটি টি-টোয়েন্টি খেললেও কোনো ওডিআই খেলেননি। গত জানুয়ারিতে ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি।
প্রোটিয়া দলে ফিরেছেন পেসার মরনে মরকেল ও ক্রিস মরিস। যারা ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ইনজুরির কারণে খেলতে পারেননি। নেওয়া হয়েছে স্পিনার তাবরাইজ শামসিকে। যিনি মূল স্পিনার ইমরান তাহিরের সহযোগি হিসেবে থাকবেন।
দলে বাদ পড়াদের মধ্যে ফারহান বেহারদিনের নামটা বিস্ময় সৃস্টি করেছে। যেখানে তার পরিবর্তে ছয় নম্বর ব্যাটিংয়ে জোন্ডোকে ভাবা হচ্ছে।
আগামী ১ ফেব্রুয়ারি ডারবানে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ইমরান তাহির, এইডেন মার্করাম, ডেভিড মিলার, মরনে মরকেল, ক্রিস মরিস, লুঙ্গি এনগিদি, অ্যান্ডিল ফেলুকওয়াও, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, খায়া জোন্ডো।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ২৫ জানুয়ারি, ২০১৮
এমএমএস