ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দাপটের সঙ্গেই শিরোপা জিতলো আবাহনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৮
দাপটের সঙ্গেই শিরোপা জিতলো আবাহনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শিরোপা নির্ধারণী হাইভোল্টেজ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৯৪ রানে হারিয়ে এক বছরের বিরতিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চ্যাম্পিয়ন হলো অাবাহনী। বিকেএসপিতে নাসির-শান্তর জোড়া সেঞ্চুরিতে আবাহনীর ছুঁড়ে দেওয়া ৩৭৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়া করতে নেমে ২৮০-তে থামে রূপগঞ্জ।

‘অলিখিত ফাইনালে’ আবাহনীকে হারিয়ে নেট রান রেটে এগিয়ে যেতে পারলে প্রথমবার ডিপিএল শিরোপার স্বাদ পেত রূপগঞ্জ। কিন্তু কোনো সুযোগই দেয়নি নাসির-মাশরাফির দল।

সুপার লিগের শেষ রাউন্ডে টস হেরে ব্যাটিং পাওয়া আবাহনীর রান পাহাড়ের নিচে চাপা পড়েন নাঈম-মুশফিকরা।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমপূর্ণ ১৬ ম্যাচ শেষে আবাহনীর সংগ্রহ ২৪। সমান ২০ পয়েন্টে দুইয়ে রূপগঞ্জ ও তিনে খেলাঘরের কাছে হেরে যাওয়া শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

সর্বোচ্চ ৭০ রান করেন তরুণ ওপেনার মোহাম্মদ নাঈম। মুশফিকুর ৬৭, পারভেজ রসুল ২৯, অধিনায়ক নাঈম ইসলামের ব্যাট থেকে আসে ৭৬। নাঈমের বিদায়ের ৪৩তম ওভারেই তিন উইকেট হারিয়ে অলআউট হয় রূপগঞ্জ।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমদু’টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ, সন্দীপ রায়, নাসির হোসেন ও রূপগঞ্জের ইনিংসের সমাপ্তি টানা স্পিনার সানজামুল ইসলাম। অন্যটি নেন মাশরাফি বিন মর্তুজা। একজন হন রানআউট।

শিরোপা জেতার ম্যাচেই জ্বলে ওঠেন অধিনায়ক নাসির হোসেন। উদযাপন করেন মৌসুমের প্রথম সেঞ্চুরি। ‘অশান্ত’ নাজমুল হোসেন শান্ত এবারের আসরে নিজের চার নম্বর শতক হাঁকান। টুর্নামেন্টের সর্বোচ্চ রানস্কোরারও (১৬ ম্যাচে ৭৪৯) এই উদীয়মান ওপেনার। এ তালিকায় দ্বিতীয় পজিশনও অাবাহনীর দখলে। এনামুল হক বিজয়ের নামের পাশে ৭৪৪। ৭২০ রান নিয়ে তিনে নাঈম ইসলাম।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমদুর্দান্ত ব্যাটিংয়ে ৯১ বলে ১২৯ রানের ইনিংস উপহার দেন নাসির। তাতে ছিল ১৫টি চার ও ৪টি ছক্কার মার। ১০৭ বল খেলে ১১৩ রানে থামেন শান্ত। আরেক ইনফর্ম ওপেনার বিজয় করেন ৫৭। শেষদিকে ৮ বলে ৪ ছক্কায় ২৮ রানের ঝড় তোলেন মাশরাফি। নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে দলীয় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৩৭৪।

অফস্পিনে তিনটি উইকেট নেন ভারতীয় বোলিং অলরাউন্ডার পারভেজ রসুল। পেসার মোহাম্মদ শহীদ দু’টি ও অন্যটি পান বাঁহাতি স্পিনার আসিফ হাসান।

ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কমএদিকে, লিগ সিজনের শেষ দিনে ফতুল্লায় বাজেভাবে হেরেছে গতবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স। মাত্র ৯৫ রানে গুটিয়ে দিয়ে পাঁচ উইকেটের দাপুটে জয় তুলে নেয় প্রাইম দোলেশ্বর। মিরপুরে শিরোপা রেসে টিকে থাকা শেখ জামালকে ১৬০ রানে অলআউট করে ৪ উইকেটের জয় পায় খেলাঘর।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ৫ এপ্রিল, ২০১৮
এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।