ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সিলেটের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে ঢাকা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
সিলেটের বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে ঢাকা টস। ছবি:বাংলানিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে একদিন বিরতির পর শুক্রবার (১৮ জানুয়ারি) মাঠে গড়াচ্ছে ম্যাচ। দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ঢাকা ডায়নামাইটস ও স্বাগতিক সিলেট সিক্সার্স। ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নেন সিলেট অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দুটায়। শুক্রবার অন্যান্য দিনের চেয়ে আধা ঘণ্টা দেরিতে শুরু হয় ম্যাচ।

এখন পর্যন্ত চলতি আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে ঢাকা ডায়নামাইটস। যদিও সবশেষ ম্যাচটি রাজশাহী কিংসের বিপক্ষে হেরে যায় সাকিব আল হাসানের দল। তবুও পাঁচ ম্যাচ খেলে ৪টিতেই জয় পেয়েছে দলটি।

অপরদিকে সিলেট আছে পয়েন্ট টেবিলের তলানির দিকে। ৭ দলের মধ্যে সিলেটের অবস্থান ষষ্ঠ। ৫ ম্যাচ খেলে দুটিতে জয় পায় ডেভিড ওয়ার্নারের দল। তাই তাদের জন্য এই ম্যাচ জয় মহা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ঢাকায় খেলা চার ম্যাচেই জেতে ডায়নামাইটস। তবে সিলেটের মাটিতে প্রথম ম্যাচেই হেরে বসে তারা। অপরদিকে শেষ ম্যাচে লিটন দাস ও ডেভিড ওয়ার্নারের ঝোড়ো ব্যাটিংয়ে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে হারায় সিলেট।

ঢাকা ডাইনামাইটসের একাদশ
সুনীল নারাইন, রাইলি রুশো, রনি তালুকদার, মিজানুর রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), নাঈম শেখ, আন্দ্রে রাসেল, নুরুল হাসান (উইকেটরক্ষক), অ্যান্ড্রিউ বির্চ, রুবেল হোসেন, আলিস আল ইসলাম।

 

সিলেট সিক্সার্সের সম্ভাব্য একাদশ

লিটন দাস (উইকেটরক্ষক), সাব্বির রহমান, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), নিকোলাস পুরান, আলোক কাপালি, আফিফ হোসেন, জাকের আলী, তাসকিন আহমেদ, সন্দীপ লামিচানে, আল আমিন হোসেন, মোহাম্মদ ইরফান।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।