ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

চ্যালেঞ্জে মোড়ানো এক ম্যাচের সামনে টাইগাররা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২০
চ্যালেঞ্জে মোড়ানো এক ম্যাচের সামনে টাইগাররা পাকিস্তানে অনুশীলন করছে টাইগাররা

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগে বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সেখানে একদিন অনুশীলন করে মুমিনুল হকের দল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হবে বাংলাদেশের জন্য কঠিন এক চ্যালেঞ্জ। তার ওপর ম্যাচের উইকেট কিংবা সেখানকার আবহাওয়া সম্পর্কে কোনো রকমের ধারণাই নেই টাইগারদের। 
 

এমনিতেই নিজেদের মাটিতে পাকিস্তান খুবই শক্তিশালী দল। তারচেয়ে বড় কথা হলো, তাদের বোলিং আক্রমণ আরও বেশি শক্তিশালী।

মোহাম্মদ অব্বাস ১৭ ম্যাচ খেলে ইতোমধ্যে ৭২টি উইকেটে নিয়েছেন। শাহীন শাহ আফ্রিদি ৭ ম্যাচে নিয়েছেন ২৫ উইকেট। এছাড়া ইয়াসির শাহ তো অাছেনই। যিনি ৩৮ ম্যাচে ২০৯টি উইকেটে নিয়েছেন। আব্বাস, আফ্রিদি পেসের সঙ্গে ইয়াসির শাহের স্পিন সামলাতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের।

এবার যদি ব্যাটসম্যানদের কথা বলি, আজহার আলী, আসাদ শফিকের মতো অভিজ্ঞ ব্যাটসম্যান আছেন। এছাড়া আবিদ আলী, বাবর অাজমের মতো ব্যাটসম্যান যাদের বয়স ৩০ পার হলেও আন্তর্জাতিক টেস্ট খেলতে এসে ‍নিজেদের অভিজ্ঞতা দিয়ে নিজেদের সামর্থের প্রমাণ দিয়েছেন।

অন্যদিকে বাংলাদেশ দলেও রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুমিনুল হকের মতো অভিজ্ঞ ক্রিকেটার। তবে অভিজ্ঞতার চেয়ে বাংলাদেশ দলের সবচেয়ে বড় প্রশ্ন হলো টাইগারদের সাম্প্রতিক টেস্ট ফর্ম। লিটন দাস, মোহাম্মদ মিঠুনের মতো ক্রিকেটার রয়েছেন যাদের প্রথম শ্রেণির ক্রিকেটে অভিজ্ঞতা থাকলেও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরে মেলে ধরতে পারেনি। তবে বাংলাদেশ ক্রিকেট লিগে সবাই রান করেই পাকিস্তানে গেছেন। মিঠুন ছাড়া সবাই সেঞ্চুরির দেথা পেয়েছেন।  

বোলিংয়ের দিকে তাকালে দেখা যাবে আবু জায়েদ, আল আমিন হোসেন, এবাদত হোসেন, নাঈম হাসান, রুবেল হোসেন সবাই মিলে টেস্টে উইকেটে নিয়েছেন ৭৪টি। তাইজুল ইসলাম একাই নিয়েছেন ১০৬টি উইকেট। অন্যদিক দিয়ে চিন্তা করলে, মাহমুদউল্লাহর ৪৮ উইকেট যোগ করলে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকা স্বীকৃত বোলারদের উইকেটে সংখ্যা ২২৮টি। পাকিস্তানের ইয়াসির শাহের উইকেট সংখ্যাই ২০৯টি। অার আব্বাসের উইকেট সংখ্যা যোগ করলে তো তা তিনশ’র কাছাকাছি। তাই বাংলাদেশের বোলারদের জন্য চ্যালেঞ্জটাও কম নয়।

পরিসংখ্যান যা হোক না কেন, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ যে কয়টি সেশনই খেলুক না কেন, পুরোটাই চ্যালেঞ্জ নিতে হবে টাইগারদের। অপরিচিত কন্ডিশনে বাংলাদেশ কেমন করে সেটাই এখন দেখার বিষয়।  

বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।