ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

প্রথম ওয়ানডেতে ‘ডিআরএস’ নিয়ে সংশয়

স্পোর্টস  করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২১
প্রথম ওয়ানডেতে ‘ডিআরএস’ নিয়ে সংশয় ডিআরএস

বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে ‘ডিআরএস’ ছাড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে সংশয় আছে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসেরও।

 

কারণ বাংলাদেশে যিনি ডিআরএস পরিচালনা করেন সেই ব্রিটিশ প্রকৌশলী এখন লন্ডনে। যুক্তরাষ্ট্র থেকে ফিরলেও তিনি বাংলাদেশের কোভিড প্রটোকলে পড়ে যেতে পারেন। সেক্ষেত্রে বুধবার (২০ জানুয়ারি) প্রথম ওয়ানডেতে ডিআরএস পরিচালনা করা সম্ভব হবে না তার।  

সোমবার (১৮ জানুয়ারি) প্রতিবেদকদের জালাল ইউনুস বলেন, ‘নিশ্চিতভাবে ডিআরএস থাকবে কিন্তু ডিআরএস নিয়ে ইস্যু হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার লন্ডনে আছেন। আপনি জানেন, ইংল্যান্ডে কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন আইসোলেশনে থাকতে হবে, যার অর্থ সরকারি আইসোলেশনে থাকতে হবে ৪ দিন। ’ 

তিনি আরও বলেন, ‘আমরা এর জন্য স্বাস্থ্যমন্ত্রীর বরাবর আবেদন করেছি এবং একই সময়ে আমরা কোভিড প্রটোকল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, যিনি এসব দেখভাল করেন। দেখা যাক, কী হয়। তবে আমরা যদি ২০ তারিখের মধ্যে প্রকোশলীর বিষয়টা ম্যানেজ করতে পারি তবে কোনো সমস্যা হবে না। অন্যথা, ম্যাচের পরে ডিআরএস সমস্যার সমাধান করা হবে। ’ 

তবে ডিআরএস নিয়ে আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আইসিসি সুপার লিগের অংশ হিসেবে এই সিরিজের উদ্বোধনী ম্যাচ থেকে ডিআরএস থাকবে বলে মনে করেন তিনি। ডমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, উদ্বোধনী ম্যাচ থেকে ডিআরএস থাকবে। ’ 

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১৮. ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।