ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিগ ব্যাশে প্রশ্নবিদ্ধ পাকিস্তান পেসারের বোলিং

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
বিগ ব্যাশে প্রশ্নবিদ্ধ পাকিস্তান পেসারের বোলিং

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশে প্রশ্নবিদ্ধ হয়েছে পাকিস্তানের তরুণ পেসার মোহাম্মদ হাসনাইনের বোলিং অ্যাকশন। এ নিয়ে সন্দেহ প্রকাশ করে রিপোর্ট জমা দিয়েছেন আম্পায়াররা।

চলমান মৌসুমেই সিডনি থান্ডারের হয়ে দারুণ সময় পার করেছেন মোহাম্মদ হাসনাইন। পাঁচ ম্যাচে ৭ উইকেট নেন ২১ বছর বয়সী এই তরুণ পেসার।  

তবে টুর্নামেন্ট শেষের আগেই দুঃসংবাদ পেলেন হাসনাইন। আম্পায়াররা প্রশ্নবিদ্ধ করেছে তার বোলিং অ্যাকশন। লাহোরে আইসিসি অনুমোদিত পরীক্ষাগারে বোলিং অ্যাকশনের টেস্ট করা হবে হাসনাইনের।

এদিকে এ মাসেই শুরু হচ্ছে পিএসএল। পরীক্ষায় হাসনাইনের বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হলে যথারীতি খেলা চালিয়ে যেতে পারবেন তিনি। কিন্তু অ্যাকশনে ত্রুটি ধরা পড়লেও পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইলে তাকে ঘরোয়া ক্রিকেটে বোলিং করার অনুমতি দিতে পারে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।