ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ওপেনার হিসেবেই ক্রিকেট শুরু করেছিলেন মুশফিক

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, আগস্ট ১৭, ২০২২
ওপেনার হিসেবেই ক্রিকেট শুরু করেছিলেন মুশফিক অনুশীলনে সাকিব ও মুশফিক/ছবি: শোয়েব মিথুন

আসন্ন এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই উদ্বোধনী ব্যাটার নিয়ে জল্পনা। দলে স্বীকৃত ওপেনার কেবল দুজন।

এদের মধ্যে এনামুল হক বিজয় লম্বা বিরতি দিয়ে দলে ফিরেছেন, আর পারভেজ হোসেন ইমন খেলেছেন মাত্র এক ম্যাচ।

বিকল্প ওপেনার হিসেবে ইতোমধ্যেই নাম এসেছে বেশ কয়েকজনের। এদের মধ্যে আছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমও। তার উদ্বোধনী ব্যাটার হিসেবে খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। এবার মুশফিকের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম জানালেন, বিকেএসপিতে তিনি এসেছিলেন ওপেনার হয়েই।

বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আসলেই (ওপেনিং) করবে কি না জানি না। কারণ দুজন স্বীকৃত ওপেনার আছে আমাদের দলে। আলোচনাটা যদি মুশফিককে নিয়ে বেশি করি, ওই দুজন খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আমার মনে হয় দুজনকেই ব্যাক করা উচিত, যেন ওরা ভালো করতে পারে। সেটা পারলে সেরা হবে। যদি ওদের মধ্যে কেউ ব্যর্থ বা অসুস্থ হয় তাহলে হয়তো মেক শিফট অপশনের ব্যাপার আসবে। সেখানে বোধ হয় অনেক অপশন আছে আমাদের হাতে যারা নরমালি নিচে খেলে কিন্তু প্রয়োজনে ওপেন করেছে। ’

‘মুশফিকও হতে পারে, ও যখন খেলা শুরু করেছিল, বিকেএসপিতে ওপেনার হয়েই এসেছে এটা আমি জানি ব্যক্তিগতভাবে। পরে ক্যারিয়ারের কারণে ও মিডল অর্ডারে চলে এসেছে। অবশ্যই  ও মিডল অর্ডারের একজন ব্যাটার, ওপেন করাটা সবসময় চ্যালেঞ্জিং ব্যাপার। আমি জানি না ও নিজেকে কতটা প্রস্তুত করতে পারবে। কিন্তু ওর অভিজ্ঞতাটা কাজে লাগবে। যদি দরকার হয় মুশফিক ও অন্যরাও আছে। ’

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।