ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অননুমোদিত প্রসাধনী বিক্রি করে 'দ্য বাস্কেট', লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
অননুমোদিত প্রসাধনী বিক্রি করে 'দ্য বাস্কেট', লাখ টাকা জরিমানা ..

চট্টগ্রাম: অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে খুলশীর 'দ্য বাস্কেট' সুপারশপকে এক লাখ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।

শনিবার (৩১ ডিসেম্বর) নগরের খুলশী এলাকায় অভিযানে এ জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বাংলানিউজকে বলেন, অবৈধ উপায়ে আমদানি করা এবং অননুমোদিত প্রসাধনী বিক্রির দায়ে খুলশীর 'দ্য বাস্কেট' সুপারশপ এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, বেশকিছু পণ্যের গায়ে আমদানিকারক ও বিপণনকারীর ঠিকানা এবং উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল না।

সব মিলিয়ে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা,  ডিসেম্বর ৩১, ২০২২
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।