ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৯৩ হাজার ইয়াবাসহ যুবক আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
৯৩ হাজার ইয়াবাসহ যুবক আটক 

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলার বৈরাগী এলাকা থেকে ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো.আব্দুর রহিম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করেন।

 

আটক মো.আব্দুর রহিম, একই উপজেলার বদলপুরা এলাকার মো. ইলিয়াসের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানান, বৈরাগী এলাকায় একটি বাসায় ইয়াবা মজুদের খবর পেয়ে ভিত্তিতে রোববার (২ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে আব্দুর রহিমকে আটক করে।

পরে তার খাটের নিচে দুটি বস্তায় বিশেষ কৌশলে লুকানো ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আব্দুর রহিম দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নগরসহ দেশের বিভিন্ন এলাকায় পাচার করতো। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চট্টগ্রাম প্রতিদিন এর সর্বশেষ