ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অনৈতিক কাজে জড়িত চসিকের ওয়ার্ড সচিব বরখাস্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, অক্টোবর ১৭, ২০২৩
অনৈতিক কাজে জড়িত চসিকের ওয়ার্ড সচিব বরখাস্ত ...

চট্টগ্রাম: অফিস শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কাজে জড়িত থাকার বিষয়ে প্রাথমিক সত্যতা থাকায় চসিকের এক ওয়ার্ড সচিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এক অফিস আদেশে মোতাহের হোসেন চৌধুরী নামের ওই ওয়ার্ড সচিবকে বরখাস্ত করেন।

তিনি ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের সচিব ছিলেন।  

আদেশে বলা হয়েছে, চসিক চাকরি বিধিমালা ২০১৯ এর বিধি ৫৫ অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন।  

সূত্র জানায়, সম্প্রতি ওই ওয়ার্ড সচিবের বিরুদ্ধে পরিচ্ছন্নতাকর্মীদের যৌন নিপীড়ন ও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল।

শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বিধি অনুযায়ী অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চসিকের ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তার প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।