ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিআইটিআইডির পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ’র মৃত্যুবরণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৮, জানুয়ারি ২৯, ২০২৫
বিআইটিআইডির পরিচালক ডা. সাখাওয়াত উল্লাহ’র মৃত্যুবরণ ...

চট্টগ্রাম: ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এর পরিচালক হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সাখাওয়াত উল্লাহ মারা গেছেন।  

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে নগরের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে মৃত্যুবরণ করেন চট্টগ্রামের সাবেক এই বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)।  তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

মরহুমের নামাজে জানাজা বুধবার (২৯ জানুয়ারি) বাদ জোহর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানান তাঁর ভাই ডা. আবদুর রব মাসুম।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।