চট্টগ্রাম: জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, একটি বিশেষ দল ক্ষমতার অপব্যবহার করে প্রশাসনকে ব্যবহার করছে এবং নিজেদের জন্য সুযোগ সুবিধা নিচ্ছে। এর ফলে সমান সুযোগ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নষ্ট হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সমাবেশ সফল করার লক্ষ্যে চকবাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ছোট-বড় সব দলের জন্য সমান মর্যাদা ও সুযোগ দিতে হবে।
অনুষ্ঠানে থানা আমির আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নায়েবে আমির আব্দুল হান্নান, সেক্রেটারি সদুর রশিদ, চৌধুরী, থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ইলিয়াস, এরশাদুল ইসলাম , মাওলানা খালেদ জামাল প্রমুখ।
নজরুল ইসলাম বলেন, অতীতে ৩০-৪০ শতাংশ ভোট পেয়ে এককভাবে ক্ষমতা দখলের কারণে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হয়েছে এবং নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। তিনি বলেন, পিআর পদ্ধতি চালু হলে প্রত্যেক ভোটার তার ভোটের ন্যায্যতা পাবেন এবং সুষ্ঠু নির্বাচনের নতুন ইতিহাস সৃষ্টি হবে।
বিই/পিডি/টিসি