ঢাকা, শুক্রবার, ৩ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ভোটে ভরাডুবি হবে বুঝে পিআর'র দাবি তুলছে একটি গোষ্ঠী: সরওয়ার আলমগীর 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৬, সেপ্টেম্বর ১৮, ২০২৫
ভোটে ভরাডুবি হবে বুঝে পিআর'র দাবি তুলছে একটি গোষ্ঠী: সরওয়ার আলমগীর 

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, বিএনপির জনপ্রিয়তা দেখে একটি গোষ্ঠী দিশেহারা হয়ে গেছে। ভোটে আসন পাবে না বুঝে পিআর এর দাবি তুলছে।

তাদের মধ্যে হঠাৎ করে এ দাবি আসলো কোথা থেকে। এটা নিশ্চয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র।
 

তিনি বৃহস্পতিবার বিকালে ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির ও অঙ্গ সংগঠন আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

তিনি বলেন,কোন ধরনের ষড়যন্ত্র কাজে আসবে না। রোজার আগে ফেব্রুয়াতিতেই নির্বাচন হবে এবং সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে।

রোসাংগিরী ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ এনামুল হক এর সভাপতিত্বে ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহাফুজ এর সঞ্চালনায় বৈঠকে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি'র আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক বাবু মহন, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব আলম, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, আবু আজম তালুকদার, রোসাংগিরী ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক শাহারিয়ার চৌধুরী, উপজেলা কৃষক দলের সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল, বিবির হাট বাজার সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন কাউন্সিলর।

বক্তব্য রাখেন লিটু, আজম, শফিউল আলম, বিপ্লব গনি, ওসমান, শামসুদ্দিন, মালেক, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, নূরুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক এম এ মাহাফুজু, মোজাম্মেল, শাহেদ প্রমুখ।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।