ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুল উৎসবে আড়াই কোটি টাকার টিকিট বিক্রি 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জানুয়ারি ২৯, ২০২৫
ফুল উৎসবে আড়াই কোটি টাকার টিকিট বিক্রি  ...

চট্টগ্রাম: মাসব্যাপী ফুল উৎসবের ২৫ দিনে সীতাকুণ্ডের ডিসি পার্কে আয় হয়েছে প্রায় আড়াই কোটি টাকা। এসময়ে এসেছেন ৪ লাখ ৮০ হাজার দর্শনার্থী।

গত ৪ জানুয়ারি ডিসি পার্কে ফুল উৎসব শুরু হয়। ৫ ফেব্রুয়ারি উৎসব শেষ হওয়ার কথা থাকলেও সময় বাড়ানো হয়েছে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

পার্ক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ফুল উৎসবে প্রবেশমূল্য নেওয়া হচ্ছে প্রতিজন ৫০ টাকা। পার্কের ভেতরে ৪২টি দোকান ও তিনটি বিনোদনকেন্দ্র রয়েছে। ভাসমান ফুল প্রদর্শনী দেখতে দিতে হয় ৩০ টাকা। এসব খাত থেকেও আয় হচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) ডিসি পার্কে ১২ হাজার দর্শনার্থীর কাছে টিকিট বিক্রি করে আয় হয়েছে ৬ লাখ টাকা। পার্কে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ব্যান্ডের পরিবেশনাসহ প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পূর্ব তিমুর, ভুটান, মিয়ানমার, কম্বোডিয়াসহ ১৫টি দেশের শিক্ষার্থীরা বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ডিসি পার্কে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করবেন।  

সরেজমিনে দেখা যায়, ১৩০ প্রজাতির দেশি-বিদেশি ফুলের সমারোহ দেখতে দূর-দূরান্ত থেকে পরিবার নিয়ে আসছেন দর্শনার্থীরা। কেউ ছবি তুলছেন, কেউ বোটে চড়ছেন। শিশুদের জন্য রয়েছে নানান রাইড। ফুল উৎসবে ১০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা চট্টগ্রাম জেলা প্রশাসনের।  

ডিসি পার্ক প্রকল্পের ব্যবস্থাপক ও চট্টগ্রাম জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বলেন, মঙ্গলবার পর্যন্ত টিকিট বিক্রি করে ২ কোটি ৪০ লাখ টাকা আয় হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।