ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে ৩ ফার্মেসিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, জানুয়ারি ২৯, ২০২৫
ফটিকছড়িতে ৩ ফার্মেসিকে জরিমানা ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ফার্মেসিকে তিন লাখ টাকা জরিমানা এবং দুই লাখ টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) গোয়েন্দা সংস্থা এনএসআই'র তথ্যের ভিত্তিতে কাজিরহাট বাজারের অভিযান চালিয়ে

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী এই অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সুত্র জানায়, অভিযানে জাফর ড্রাগ হাউসকে দেড় লাখ টাকা, বিবিরহাট বাজারের আলিফ মেডিকেল হলকে ৫০ হাজার টাকা ও আর এ ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং ২ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল, ভারতীয় ও মেয়াদোত্তীর্ণ ঔষধ জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, কাগজপত্র ছাড়া বিদেশি ওষুধ বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানের মালিককে ৩ লাখ জরিমানা করা হয়েছে।

এছাড়া ২ লাখ টাকার বিক্রয় নিষিদ্ধ ওষুধ জব্দ করা হয়।  

অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের কর্মকর্তা, গোয়েন্দা সংস্থার সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৫
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।