ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শাজিনাজ এক্সিমপ্যাক পরিদর্শনে সিআইইউ’র শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৮, জানুয়ারি ৩০, ২০২৫
শাজিনাজ এক্সিমপ্যাক পরিদর্শনে সিআইইউ’র শিক্ষার্থীরা ...

চট্টগ্রাম: প্যাকেজিং ও কন্টেইনার ম্যানুফেকচারিং শিল্পের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান শাজিনাজ এক্সিমপ্যাক লিমিটেড পরিদর্শন করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) শিক্ষার্থীরা।  

শ্রেণিকক্ষের কার্যক্রম এবং পাঠ্যক্রমের পরিপূরক হিসেবে সম্প্রতি এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

 

সিআইইউ’র ব্যবসায় অনুষদের ফ্যাকাল্টি অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন চৌধুরী খালেদ এবং প্রভাষক তামান্না বিনতে জামানের তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের জেনারেল ম্যানেজমেন্ট অ্যান্ড এইচআরএম বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।  

পরিদর্শনকালে শাজিনাজ এক্সিমপ্যাক লিমিটেড এর ব্যবস্থাপনা কার্যক্রম এবং প্রক্রিয়া, বিশেষ করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ও এইচআরএম সম্বন্ধে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

 

এ সময় উপস্থিত ছিলেন শাজিনাজ এক্সিমপ্যাক লিমিটেড এর  চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাহেদ।  

শিল্পপ্রতিষ্ঠান শাজিনাজ এক্সিমপ্যাক লিমিটেড এর প্রতিনিধিরা সিআইইউ’র শিক্ষামূলক এমন উদ্যোগের প্রশংসা করেন এবং প্রোগ্রামটির সফলতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।