ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিণীর জানাজা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৮, জানুয়ারি ৩০, ২০২৫
জামায়াত নেতা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিণীর জানাজা 

চট্টগ্রাম: জামায়াতের সাবেক কেন্দ্রীয় নেতা প্রয়াত মাওলানা মুমিনুল হক চৌধুরীর সহধর্মিণী ফাতেমা বেগমের (৮২) জানাজা সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ার চরতি দক্ষিণ কেশুয়ায় নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নামাজে জানাজায় ইমামতি করেন নগর জামায়াতের আমির সাবেক সংসদ সদস্য ও হুইপ শাহজাহান চৌধুরী।

নামাজে জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ ও জাফর সাদিক, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী।

বুধবার (২৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস, হার্ট, উচ্চ রক্তচাপসহ বার্ধক্য জনিত জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।