ঢাকা, রবিবার, ১৮ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রেলওয়ে সুপার মার্কেটে হামলার চেষ্টা, থানায় জিডি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৫
রেলওয়ে সুপার মার্কেটে হামলার চেষ্টা, থানায় জিডি

চট্টগ্রাম: নগরের আইস ফ্যাক্টরি রোডে শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটে হামলা ও দখল করার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।  এনিয়ে শনিবার (১ ফেব্রুয়ারি) কোতোয়ালি থানায় জিডি করা হয়েছে।

 

জিডিতে উল্লেখ করা হয়, গত ২০১৮ সালের ১ জুলাই খালি ভূমি বরাদ্দ নেয় আইস ফ্যাক্টরি রোড ব্যবসায়ী সমবায় সমিতি ও চুনার গুদাম ট্রাক মালিক ব্যবসায়ী সমিতি লিমিটেড। যা পরবর্তীতে উক্ত দুটি সমিতি নিজেদের উদ্যোগে টিন শেড দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছে।

সেই সময় থেকে ব্যবসায়ীরা ব্যবসা করে আসছে। কিন্তু কিছু দিন থেকে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কয়েকজন বাস্তুহারা নাম দিয়ে হুমকি ধমকি দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার বিকাল ৪টায় তাদের নেতৃত্বে ৫০/৫০ জন লোক মার্কেটে প্রবেশ করে হামলা ও দখলের চেষ্টা চালায়। এসময় তারা সমিতির সভাপতি, সম্পাদককে খুঁজতে থাকে।
এ ঘটনায় সমিতির সদস্য মতিউর রহমান বাদি হয়ে শুক্রবার কোতোয়ালি থানায় জিডি (৩৪) করেছেন।

জিডিতে আরও উল্লেখ করা হয়, উপরোক্ত ব্যক্তিরা গত ২৮ জানুয়ারি হামলা চালিয়ে মার্কেট দখল করার চেষ্টা চালায়।

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, এধরনের একটি জিডি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৫
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।