চট্টগ্রাম: ‘কারা সংস্কার-সময়ের দাবি’ শিরোনামে গোল টেবিল আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) আলহাজ্ শামসুল হক ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় ও দৈনিক পূর্বকোণের আয়োজনে পূর্বকোণ সেন্টারে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মো. হুমায়ুন কবির, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.ফরিদুল আলম, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অবসরপ্রাপ্ত জেল সুপার মো. জাকির হোসেন, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ আজিজ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জিয়া হাবীব আহসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন বিভাগের সহকারী অধ্যাপক হোসাইন মোহাম্মদ ইউনুস সিরাজী, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রভাষক নাঈম আহসান তালহা, দৈনিক পূর্বকোণের চীফ রিপোর্টার সাইফুল আলম, পূর্বকোণের সাংবাদিক নাজিম মুহাম্মদ ও সাবেক বেসরকারি কারা পরিদর্শক পাপড়ি সুলতানা।
বৈঠকে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, কারা পরিদর্শক নির্বাচিত হওয়ার সাথে সাথে কথা দিয়েছিলাম, কারাগারকে কারা সংশোধনাগার বানাতে সাধ্য অনুযায়ী সকল সম্ভাব্য প্রচেষ্টা চালাবো এবং কারাগার হবে মানবিক কার্যক্রমের অন্যতম স্থান।
তিনি বলেন, অতিথিদের প্রাণবন্ত আলোচনায় বহু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপিত হয়েছে যার বিস্তারিত নিয়ে আগামীকাল সোমবার দৈনিক পূর্বকোণে পুরো এক পৃষ্ঠা জুড়ে বিশাল ক্রোড়পত্রে ছাপানো হবে। একইসঙ্গে আনুষ্ঠানিকভাবে সরকারের উচ্চ মহলে কারা সংস্কার বিষয়ে আরো গুরুত্বপূর্ণ বিষয়াবলী, সমস্যা ও সমাধান নিয়ে সময়মত প্রতিবেদন পেশ করা হবে।
তিনি দেশের কল্যাণে নিজেদের বহু ব্যস্ততার মাঝে মূল্যবান সময় দিয়ে উপস্থিত হওয়ার জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল অতিথি ও এই আয়োজনের জন্য দৈনিক পূর্বকোণকে আন্তরিক ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
বিই/পিডি/টিসি