ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৭, ফেব্রুয়ারি ৩, ২০২৫
বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: নগরের পূর্ব নাসিরাবাদ এলাকায় বায়েজিদ বোস্তামী সড়কে অবস্থান নিয়ে গার্মেন্ট শ্রমিকরা বিক্ষোভ করেছেন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে বেতনের দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

এসময় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।  

জানা গেছে, আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড নামের একটি গার্মেন্টের শ্রমিকরা গত ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না।

মালিকপক্ষ নানান অজুহাত দেখাচ্ছে। সোমবার বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন দেওয়া হয়। এতে তারা আরও ক্ষুব্ধ হন।

সড়ক অবরোধের কারণে টেকনিক্যাল মোড় এলাকায় রাস্তার উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে সেনাবাহিনী, শিল্পাঞ্চল পুলিশ ও খুলশী থানা পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। আন্দোলনে যোগ দেন ফ্রাংক এপারেলস লিমিটেড নামের আরেকটি গার্মেন্টের শ্রমিকরা। এসময় অবরোধকারীরা বলেন, এক বছর ধরে বেতন দিতে গড়িমসি করছে মালিকপক্ষ। বেতন দেওয়ার নিশ্চয়তা না পেলে তারা সড়ক ছাড়বেন না।  

আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড এর এমডি জসিম উদ্দিন আহমেদ চৌধুরীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।  

সিএমপির উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। বিষয়টি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৫
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।