ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম বন্দর থেকে দুইদিন ফল খালাস বন্ধের ঘোষণা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
চট্টগ্রাম বন্দর থেকে দুইদিন ফল খালাস বন্ধের ঘোষণা 

চট্টগ্রাম: তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় দুইদিন চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস বন্ধের ঘোষণা দিয়েছেন আমদানিকারকেরা।  

সোমবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ তৌহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চট্টগ্রাম বন্দরের পাশাপাশি দেশের সব স্থল বন্দর দিয়েও এই দুইদিন আমদানি করা ফলও খালাস বন্ধ রাখা হবে বলে জানান তিনি।

এর আগে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার ঢাকায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন আমদানিকারক ব্যবসায়ীরা।

 

মুহাম্মদ তৌহিদুল আলম বলেন, তাজা ফল আমদানিতে বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে আমরা জাতীয় রাজস্ব বোর্ডে স্মারকলিপি  দিয়েছি। বর্ধিত ভ্যাট এবং অতিরিক্ত শুল্ক প্রত্যাহার না হওয়ায় ৪ ও ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরসহ দেশের সব স্থলবন্দরের তাজা ফল খালাস আমরা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। কারণ বর্ধিত ভ্যাট ও অতিরিক্ত শুল্কের কারণে ফলের দাম বেড়ে গেছে। বাজারে ফল বিক্রি হচ্ছে না। যে কারণে আমরা ফল খালাস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এরপরেও আগামী ১৩ ফেব্রুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ করা না হয় তাহলে ১৪ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের  জন্য ফল খালাস বন্ধ রাখা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।