ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, ফেব্রুয়ারি ৬, ২০২৫
বোয়ালখালীতে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার  ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু তাহের সাহেদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

আবু তাহের সাহেদ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়ার মৃত জাফর আহমেদের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বাংলানিউজকে বলেন, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে আবু তাহের সাহেদকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।