ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, ফেব্রুয়ারি ১০, ২০২৫
কর্ণফুলীতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য গ্রেপ্তার ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় আরশাদুন নুর সিফাত নামের নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  

তিনি ইসলামীয়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সংগঠক এবং সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী।

রোববার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কর্ণফুলী উপজেলার জামালপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

সিফাত শিকলবাহা জামালপাড়ার ৬নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওসমান নূরীর ছেলে।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বাংলানিউজকে বলেন, অপারেশন ডেভিল হান্ট এর নির্দেশনা অনুযায়ী চলমান অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।