চট্টগ্রাম: বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান পরিপূর্ণ রাজনীতিবিদ ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নাসিমন ভবনের সামনে আবদুল্লাহ আল নোমানের মরদেহে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আনা হলে সমবেত নেতা-কর্মীদের উদ্দেশে এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নোমান ভাইয়ের নেতৃত্বে আমরা চট্টগ্রাম মহানগরের রাজনীতি করেছি। চট্টগ্রামের রাজনীতিতে, আন্দোলন, সংগ্রামে রাজপথে আমরা একসাথে কাজ করেছি।
আমাদের নেতাকর্মীরা যে আপসহীন রাজনীতি, দীর্ঘসময় আত্মত্যাগের মাধ্যমে, জীবন দিয়ে, গুম হয়ে, খুন হয়ে, জেলে গিয়ে, চাকরি হারিয়ে, ব্যবসা হারিয়ে যে ত্যাগের রাজনীতি বিশেষ করে গত ষোল বছর রোদে পুড়ে আমরা খাঁটি সোনায় পরিণত হয়েছি। এটা বিএনপির সম্পদ। এ সম্পদ কেউ কেড়ে নিতে পারবে না। আমরা যে ত্যাগের মাধ্যমে পরিণত হয়েছি এটা পরিপূর্ণ ও পরিণত রাজনীতি। সেখানে নোমান ভাইয়ের অবদান ছিল।
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। ঢাকায় তিন দফা জানাজা শেষে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে পৌনে ৫ টার দিকে হেলিকপ্টারে মরদেহ চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে আনা হয়। এরপর কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবন প্রাঙ্গণে নেতা-কর্মী ও স্বজনদের দেখার জন্য মরদেহ রাখা হয়।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনের মাঠে আনা হয় মরদেহ। চোখে পানি আর হাতে ফুল নিয়ে হাজারো নেতাকর্মী ভিড় করেন সেখানে। কালো ব্যানারে ছেয়ে যায় পুরো নাসিমন ভবন এলাকা। বাদে জুমা জানাজা অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে। সর্বশেষ বাদে আসর রাউজান গহিরা স্কুল মাঠে মরহুমের নামাজ অনুষ্ঠিত হবে এবং পরে গহিরায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
এআর/টিসি