চট্টগ্রাম: পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি SIBI।
বুধবার (৫ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজটি।
সূত্র জানায়, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি হচ্ছে। এমভি SIBI জাহাজে এই চালের প্রথম চালান আনা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক বিদূর্শী চাকমা বাংলানিউজকে বলেন, পাকিস্তানের কাসিম বন্দর থেকে আসা জাহাজটি বন্দরের সিসিটি-১ জেটিতে ভেড়ানো হয়েছে। নমুনা উত্তোলন করে পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম শেষে জাহাজটি থেকে চাল খালাস শুরু হবে।
বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ৫, ২০২৫
এআর/পিডি/টিসি