ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছুরিকাঘাতে গ্যারেজ মালিক নিহত, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫২, সেপ্টেম্বর ৮, ২০২৫
ছুরিকাঘাতে গ্যারেজ মালিক নিহত, আটক ২ ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানাধীন শান্তিনগর বগারবিল এলাকায় ছুরিকাঘাতে শাহজাহান মিয়া প্রকাশ সাজন মিয়া (৩৫) নামে এক গ্যারেজ মালিক নিহত হয়েছেন।  

রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বলাকা আবাসিকের বিপরীতে ওই গ্যারেজে কয়েকজন দুর্বৃত্ত ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া বলাকা আবাসিক এলাকার নুরু সাহেবের বিল্ডিংয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

তিনি একটি ভ্যানগাড়ির গ্যারেজ পরিচালনা করতেন।

এদিকে ছুরিকাঘাতে সাজন মিয়াকে হত্যার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন-কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার ভাতশালা এলাকার মো. লায়েছ মিয়ার ছেলে আবু কালাম (৩৬) এবং আব্দুল্লাহপুর এলাকার শামসুদ্দিনের ছেলে মো. বায়েজিদ রহমান (২৭)।

বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন।  তিনি বাংলানিউজকে বলেন, ছুরিকাঘাতে সাজন মিয়ার হত্যার ৮ ঘণ্টার মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে দিবাগত রাত ২টার দিকে চান্দগাঁও থানার মোহরা এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আবু কালাম ও মো. বায়েজিদ রহমানকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বায়েজিদ রহমান স্বীকার করেছে, সে সাজন মিয়াকে ছুরিকাঘাত করেছে। অপর আসামি আবু কালামও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসা মো.আকবর বাংলানিউজকে বলেন, গ্যারেজের মালিক শাহজাহানের কাছে চাঁদা দাবি করা হয়েছিল। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ-কালাম সহ কয়েকজন মিলে শাহজাহানকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।