ঢাকা, বুধবার, ১২ চৈত্র ১৪৩১, ২৬ মার্চ ২০২৫, ২৫ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে বৈষম্যহীন দেশ গড়তে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫
‘মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে বৈষম্যহীন দেশ গড়তে হবে’

চট্টগ্রাম: বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন বলেছেন, মুক্তিযোদ্ধারা আমাদের শ্রেষ্ঠ সন্তান- এটা আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস কখনও ম্লান হবে না।

মুক্তিযুদ্ধ আমাদের সাহস, বিশ্বাস ও চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা সামনে রেখে বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে।
 

মঙ্গলবার (২৫ মার্চ) মঙ্গলবার বেলা ১১টার দিকে সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, পঁচিশে মার্চকে গণহত্যা দিবস হিসেবে পালন করি। ওইদিন মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত ‘অপারেশন সার্চ লাইট’র নীল নকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর গণহত্যা চালিয়েছিল। সে সময় সারা দেশের ন্যায় চট্টগ্রামেও গণহত্যা সংঘটিত হয়েছিল। এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল ঢাকা এবং চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে। এটা চট্টগ্রামের জন্য গর্বের।  

নতুন প্রজন্মের শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে তারা সেই ইতিহাস শুনেছেন। এতে করে তারা পরবর্তী প্রজন্মের কাছে এ ইতিহাস ছড়িয়ে দিতে পারবেন।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, জেলা পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম সানতু ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান।  

সভায় মুক্তিযোদ্ধারা গণহত্যা দিবসের স্মৃতিচারণ করেন।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।