ঢাকা, রবিবার, ১৬ চৈত্র ১৪৩১, ৩০ মার্চ ২০২৫, ২৯ রমজান ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই: সাঈদ আল নোমান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫
চট্টগ্রামের উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখতে চাই: সাঈদ আল নোমান

চট্টগ্রাম: ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা সাঈদ আল নোমান বলেছেন, বর্ষীয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছেন। তিনি চট্টগ্রামকে ভালবাসতেন এবং হৃদয়ে ধারণ করতেন।

আবদুল্লাহ আল নোমানের সন্তান হিসেবে আমিও বাবার মত চট্টগ্রামের উন্নয়ন, রাজনীতি, শিক্ষা ও সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।  

বুধবার (২৬ মার্চ) বিকাল ৪টায় নগরের রেডিসন হোটেল চট্টগ্রাম বে ভিউতে চট্টগ্রামে কর্মরত বিভিন্ন দৈনিক সংবাদপত্র, টিভি চ্যানেল ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিক, চট্টগ্রাম প্রেস ক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সাংবাদিক ভাইদের যেকোনও পরামর্শ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগাবে। আমি আপনাদের কাছে শুধু প্রশংসা প্রত্যাশা করবো না, চলার পথে আমার দোষ ত্রুটি আপনারা তুলে ধরবেন।  

সাঈদ আল নোমান প্রয়াত পিতা মরহুম আবদুল্লাহ আল নোমানের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং চট্টগ্রামে অনুষ্ঠিত জানাযায় লাখো মানুষ উপস্থিত হওয়ায় চট্টগ্রামবাসীকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ইফতার মাহফিলে সাঈদ আল নোমান জুলাই বিপ্লবে আহত ২২ জন্য ছাত্র, দৃষ্টি প্রতিবন্ধী, ১১ জন শিক্ষার্থী ও ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ চার হাজার টাকা করে শিক্ষাবৃত্তি ও সনদপত্র প্রদান করেন।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।