চট্টগ্রাম: চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ইরফান হাসান মান্নান তানিমকে (৪০) গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে নগরের ফিরিঙ্গিবাজারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইরফান হাসান মান্নান তানিমের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়। তার বাবা প্রয়াত ডা. এমএ মান্নান বোয়ালখালীর সংসদ সদস্য ছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, বিস্ফোরক আইনে তানিমের বিরুদ্ধে কোতোয়ালী থানায় একটি মামলা আছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
বিই/পিডি/টিসি/জেএইচ