ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, এপ্রিল ১, ২০২৫
রাউজানে ভাইয়ের হাতে ভাই খুন

চট্টগ্রাম: রাউজান উপজেলায় হলদিয়া ইউনিয়নে জায়গা-জমি নিয়ে ভাইদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে নুরুল আলম বকুল নামে এক ভাইকে অপর ভাই  হত্যা করেছে।  

মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নুরুল আলম বকুল (৪১), একই এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন বলে জানা গেছে।

রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, গ্রামের জায়গা নিয়ে নুরুল আলম বকুল ও তার ভাইদের মধ্যে বিরোধ ছিল।
আজ (মঙ্গলবার) দুপুরে তারা জায়গা নিয়ে পারিবারিক বৈঠকে বসেছিলেন। বৈঠকে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল আলমকে তার অপর ভাইয়েরা মিলে মারধর ও দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে আহত অবস্থায় উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত 
চিকিৎসক মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের পর বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সেখান থেকে হামলায় ব্যবহার করা দা উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।