চট্টগ্রাম: চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, বৈষম্যহীন, মানবিক ও ন্যায়ের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়তে হলে সবাইকে ‘জুলাই বিপ্লব’-এর চেতনাকে অন্তরে ধারণ করতে হবে।
সোমবার (১৪ জুলাই) সকালে জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে নগরের পাঁচলাইশ এ অবস্থিত জুলাই স্মৃতি উদ্যানে এ 'শহীদ স্মৃতি স্তম্ভ' এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
তিনি আরও বলেন, এই চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ-যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতার আত্মত্যাগ রয়েছে।
জেলা প্রশাসক বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ছাত্র-তরুণদের সাহসিকতা ও আত্মত্যাগ আমাদের ইতিহাসের গর্ব। তাঁদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
ফরিদা খানম বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সরকারি হাসপাতালে চিকিৎসা সম্ভব না হলে বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হবে। দেশে চিকিৎসা সম্ভব না হলে প্রয়োজনে বিদেশেও পাঠানো হবে। এই চিকিৎসার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। পাশাপাশি তাঁদের নগদ আর্থিক সহায়তাও দেওয়া হবে।
তিনি বলেন, জুলাই-আগস্ট আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন বা চিরতরে পঙ্গু হয়ে গেছেন—তাঁদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। কারণ তাঁদের আত্মত্যাগ আমাদের বর্তমান অর্জনের ভিত্তি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরী, চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো. নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাদি উর রহিম জাদিদ প্রমুখ।
বিই/টিসি