চট্টগ্রাম: ঋণখেলাপি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ডবলমুরিং থানাধীন আসকারাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আসামি তপন ভৌমিক কে সি দে রোড পুরাতন গীর্জা এলাকার হোমিও ওষুধ ব্যবসায়ী বলে জানা গেছে।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, আসকারাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে অর্থজারী মামলা নং- ৫৩১/২০২০ সংক্রান্তে ৬ মাসের দেওয়ানী আটকাদেশপ্রাপ্ত সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি তপন ভৌমিককে গ্রেপ্তার করা হয়েছে।
থানার এসআই মো. মিজানুর রহমান চৌধুরী জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এসি/টিসি