ঢাকা, শুক্রবার, ৪ আশ্বিন ১৪৩২, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৬ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করার আহ্বান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৭, সেপ্টেম্বর ১৯, ২০২৫
যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করার আহ্বান ...

চট্টগ্রাম: সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করলেই জনগণের অধিকার আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ এখন চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় অধিষ্ঠিত হোক। অতীতের শাসকদের বাংলার মানুষ আর গ্রহণ করছে না।

ইসলামী আন্দোলনের গণজাগরণ দেখে নব্য ফ্যাসিস্টদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাদের উচিত- ঘরে ঘরে গিয়ে মানুষের মনের ভাষা বুঝে তা পূরণের চেষ্টা চালিয়ে যাওয়া। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ও প্রার্থীর পরিচয় সবার সামনে তুলে ধরে সত্যের দিকে আহ্বান জানাতে হবে।

ওয়ার্ড আমির কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাংগঠনিক সভাপতি ওমর ফারুক, শেখ ফরিদ, যুব সভাপতি শাহগীর কায়সার, ওলামা বিভাগের মাওলানা নাজের কুতুবী, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।