চট্টগ্রাম: সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করলেই জনগণের অধিকার আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন ২৮ নম্বর পাঠানটুলী ওয়ার্ডের উদ্যোগে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ এখন চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় অধিষ্ঠিত হোক। অতীতের শাসকদের বাংলার মানুষ আর গ্রহণ করছে না।
ওয়ার্ড আমির কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন সাংগঠনিক সভাপতি ওমর ফারুক, শেখ ফরিদ, যুব সভাপতি শাহগীর কায়সার, ওলামা বিভাগের মাওলানা নাজের কুতুবী, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।
বিই/টিসি