ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘তরুণ প্রজন্মকে রাসুল (সা.) এর শিক্ষায় অনুপ্রাণিত করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৮, অক্টোবর ৫, ২০২৫
‘তরুণ প্রজন্মকে রাসুল (সা.) এর শিক্ষায় অনুপ্রাণিত করতে হবে’ ...

চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম বলেন, নবী করিম (সা.) এর প্রতি ভালোবাসা কেবল আবেগ নয়, এটি জীবন গঠনের প্রেরণা। তাঁর আদর্শ ধারণ করলেই সমাজে প্রকৃত শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব।

 

শনিবার (৪ অক্টোবর) চান্দগাঁও থানা জামায়াতের উদ্যোগে বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে চান্দগাঁও সংস্কৃতি সংসদের পরিবেশনায় নাতে রাসুল (সা.) সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নবীজির জীবন আমাদের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা।

তিনি যে সমাজে দয়া, ন্যায় ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করেছিলেন আজকের বাংলাদেশেও সেই শিক্ষার প্রয়োজন রয়েছে। তরুণ প্রজন্মকে রাসুল (সা.) এর চরিত্র ও শিক্ষায় অনুপ্রাণিত করতে হবে।

চান্দগাঁও সংস্কৃতি সংসদের আহ্বায়ক নুরুল মোস্তফা হেলালীর সভাপতিত্বে নাতে রাসুল (সা.) সন্ধ্যায় বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. আবু নাছের, চান্দগাঁও থানা আমীর মো. ইসমাইল, থানা সেক্রেটারি জসিম উদ্দিন সরকার, সহকারী সেক্রেটারি মো. ওমর গনি, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার ওমর ফারুক, আব্দুল আজিজ শোয়াইব, আব্দুল কাদের পাটোয়ারী, অধ্যাপক মো. ইসমাইল প্রমুখ।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।