ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলী উপজেলায় দুই দোকানিকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৮, অক্টোবর ৮, ২০২৫
কর্ণফুলী উপজেলায় দুই দোকানিকে জরিমানা  ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে মূল্য তালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও বিদেশি পণ্যে আমদানিকারকের সিল-স্টিকার না থাকার কারণে দুই মুদি দোকান মালিককে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন বাজারে প্রচারণা চালানো হয়।

 

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল আমিন হোসেন।

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে প্রতিদিনের হালনাগাদ মূল্য তালিকা রাখা, মেয়াদবিহীন পণ্য না রাখা এবং বিদেশি পণ্যের ক্ষেত্রে মূল্য সম্বলিত আমদানিকারক/পরিবেশকের স্টিকার/সিল প্রদর্শনের নির্দেশ প্রদান করা হয়।

জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। অভিযানে কর্ণফুলী থানার পুলিশ টিম সহায়তা করেছে।

এছাড়া ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য অফিসার অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।