ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

বড় মিয়া ছোট মিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৬, সেপ্টেম্বর ৩০, ২০১৫
বড় মিয়া ছোট মিয়া ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আবদুল কাদের ও আফজাল শরীফ, দু’জনই অভিনেতা। মজার মজার অভিনয়ে দর্শকদের বহুবার আনন্দ দিয়েছেন তারা।

এবার রম্য বিতর্কে অংশ নিয়েছেন দু’জনে। রম্য এই অনুষ্ঠানের নাম ‘বড় মিয়া ছোট মিয়া’।

অনুষ্ঠানটি সাজানো হয়েছে তিনটি সেগমেন্টে। কৌতুক পরিবেশন করেছেন ফারজানা সগির শশী ও সাইফুল ইসলাম। আর প্রতিবেদনে আছেন উত্তম অধিকারী।

আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে ‘বড় মিয়া ছোট মিয়া’। এর গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন ইকবাল খন্দকার। তিনি বলেন, ‘যারা মনে করেন মানুষ হাসতে ভুলে গেছে, আমার বিশ্বাস এই অনুষ্ঠানটি তাদের ধারণা পাল্টে দেবে। ’

বাংলাদেশ সময় : ২১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।