ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

মম-শুভর ছবি এখন চট্টগ্রামে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৫, অক্টোবর ১, ২০১৫
মম-শুভর ছবি এখন চট্টগ্রামে ছবি: নূর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আরিফিন শুভ ও মম অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’। মুক্তির আগে থেকে এটি আলোচনা তৈরি করে।

গত বছর এপ্রিলে আনুষ্ঠানিক মুক্তির পর এটি জয় করেছে প্রবাসীদের মন। এখনও দর্শক চাহিদার কারণে দেশের জেলায় জেলায় ‘ছুঁয়ে দিলে মন’-এর প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার ছবিটি দেখবেন চট্টগ্রামের দর্শকরা।

‘ছুঁয়ে দিলে মন’-এর নির্মাতা শিহাব শাহীন জানান, জেলা শিল্পকলা একাডেমীতে ছবিটির প্রদর্শনী থাকছে বৃহষ্পতি ও শুক্রবার। প্রতিদিন ৩ টি প্রদর্শনী থাকছে দুপুর ১২টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায়। ধ্বনিচিত্র ও মনফড়িং প্রযোজিত ‘ছুঁয়ে দিলে মন’-এর এই প্রদর্শনীর আয়োজন করেছে নির্মাতা চাঁটগা। শুভ-মম ছাড়াও এতে অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, সুষমা সরকার, ইরেশ যাকের প্রমুখ। ছবিটিতে বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, কনা, ইমরান, শাওন গানওয়ালা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘন্টা, অক্টোবর ০১, ২০১৫
এসও/কেবিএন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।