ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

বিনোদন

সালমানের জন্য শাহরুখের শুভকামনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, অক্টোবর ২, ২০১৫
সালমানের জন্য শাহরুখের শুভকামনা সালমান খান ও শাহরুখ খান

সালমান খানের আগামী ছবি ‘প্রেম রতন ধন পায়ো’র ট্রেলার মুক্তি পেয়েছে। এর সাফল্যের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন শাহরুখ খান।



টুইটারে রোহিন চৌহান নামের এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান, ‘‘প্রেম রতন ধন পায়োর জন্য সালমানকে কি বলতে চান?’ উত্তরে বলিউডের এই সুপারস্টার লিখেছেন, ‘আমার ভালোবাসা ও শুভকামনা রইলো। ’

শাহরুখ ও সালমান একসঙ্গে অভিনয় করেছেন ‘করণ অর্জুন’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ ও ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে। সম্প্রতি সালমানের ‘বজরঙ্গি ভাইজান’-এর প্রথম পোস্টার টুইটারে উন্মোচন করেন শাহরুখ।

অন্যদিকে রিয়েলিটি শো ‘বিগ বস’-এ সালমান জানিয়ে রেখেছেন, এ অনুষ্ঠানে নিজের নতুন ছবি ‘দিলওয়ালে’র প্রচার করতে এলে শাহরুখকে বিশেষভাবে স্বাগত জানানো হবে। তবে আগামী ঈদে দুই খান মুখোমুখি হবেন বক্স অফিসে। তখন মুক্তি পাবে সালমানের ‘সুলতান’ আর শাহরুখের ‘রায়ীস’।

* ‘প্রেম রতন ধন পায়ো’র ট্রেলার :


বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।