ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সজল-প্রভার ‘উড়ে যাওয়ার কাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৬ ঘণ্টা, আগস্ট ২, ২০১৭
সজল-প্রভার ‘উড়ে যাওয়ার কাল’ ‘উড়ে যাওয়ার কাল’ নাটকের দৃশ্য (ছবি: সংগৃহীত)

প্রত্যন্ত এলাকা পাড়ি দিয়ে কলেজে আসতে হয় নন্দিনীকে। প্রথমে নৌকা, তারপর বাস। ফলে প্রতিদিন ক্লাসে দেরি হয়ে যায় তার। সব শিক্ষকই দাঁড় করিয়ে রাখেন তাকে। শাস্তি দেন। কিন্তু তাদের মধ্যে একটু অন্যরকম হলেন শিক্ষিকা মুনিয়া (প্রভা)। তিনি মেয়েটির জন্য অনুপ্রেরণা হয়ে ওঠেন। সবচেয়ে রক্ষণশীল শিক্ষক হারুণও (সজল) নন্দিনীর পক্ষে দাঁড়ান।

কিন্তু তাদের জন্য লড়াইটি মধুর হয়নি। একটি দীর্ঘ অনুশাসনে আক্রান্ত প্রশাসন তার বিরুদ্ধে দাঁড়ায়।

এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘উড়ে যাওয়ার কাল’।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। ব্রাক্ষ্মণবাড়িয়া, বিজয় নগর, মাধবপুর ও সিলেটে এর দৃশ্যধারণ হয়েছে বলে জানান পরিচালক।

সজল এবং প্রভা ছাড়া এতে আরও অভিনয় করেছেন সুজাতা আজিম, শূন্য মাটি প্রমুখ।

আসন্ন ঈদুল আজহায় এনটিভিতে প্রচার করা হবে ‘উড়ে যাওয়ার কাল’।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।