কাবুল: যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ১৩ লাখ ভোট কর্তৃপক্ষ বাতিল করেছে। বুধবার প্রধান নির্বাচন কর্মকর্তা একথা জানিয়েছেন।
স্বাধীন নির্বাচন কমিশনের প্রধান ফাজিল আহমেদ মানাবি বলেন, ‘নির্বাচনে মোট ৫৬ লাখ ভোট পড়েছে।
এরমধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪২ লাখ ৬৫ হাজার ৩৪৭ টি। আর অবৈধ ভোট পড়েছে ১৩ লাখ। যা মোট ভোটের একচতুর্থাংশ।
২৩ শতাংশের বেশি জাল ভোট পরেছে বলে মানাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ২০০১ সালে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর আফগানিস্তানে দ্বিতীয় বারের মতো সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সংসদে ২৪৯ টি আসনের বিপরীতে আড়াই হাজার প্রার্থী নির্বাচনে অংশ নেন।
নির্বাচনের ফলাফল ঘোষণা করে মানাবি বলেন, নির্বাচনে ভোট জালিয়াতি করার জন্য সন্দেহজনক ২২৪ জন প্রার্থীকে সনাক্ত করেছে নির্বাচন কমিশন।
এর আগে যুক্তরাষ্ট্র সমর্থিত হামিদ কারজাই-এর সরকারকে নির্বাচন বানচাল করার হুমকি দিয়েছিল তালেবান বিদ্রোহীরা।
আফগানিস্তানে তালেবানদের দমন করতে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর দেড় লাখ সেনা মোতায়েন রয়েছে।
২০১৪ সালের মধ্যে আফগানিস্তানের নিজস্ব বাহিনীর কাছে দেশটির নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের কথা রয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০