ওয়াশিংটন: অর্থনৈতিক মন্দা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে দ্রুত রপ্তানি বাড়াতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার ভারত সফর ভূমিকা রাখবে বলে মঙ্গলবার হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে।
ওবামা তার ১০দিনের এশিয়া সফরের প্রথমে ভারত আসবেন বলে আশা করা হচ্ছে।
হোয়াইট হাউজের মুখপাত্র রবার্ট গিবস বলেন, প্রেসিডেন্ট নিরাপত্তা দলের সঙ্গে নিয়মিত বৈঠকে এশিয়া সফরের প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।
গত বছর এক নৈশ ভোজে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারত সফরের জন্য মার্কিন প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানান বলে উল্লেখ করেন গিবস।
যুক্তরাষ্ট্রের রপ্তানি বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির বিচারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর বলে মন্তব্য করেন গিবস।
ওবামার সফরসূচি এখনো হোয়াইট হাউজ থেকে জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে তিনি মুম্বাই ও নয়া দিল্লী সফর করবেন।
এশিয়া সফরে ওবামা ইন্দোনেশিয়া যাবেন। জাপানে আয়োজিত এশিয়া প্যাসিফিক ইকোনমিক করপোরেশন ও দণি কোরিয়ার জি ২০ সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে ওবামার।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮১৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০