চীনের এক সন্তান নীতি কারণে প্রতিবছর এককোটি ৩০ লাখ গর্ভপাতের ঘটনা ঘটে। এদের মধ্যে অধিকাংশই ঘটে কর্তৃপক্ষের চাপের মুখে।
প্রতিবেদনে বলা হয়, চীনের প্রত্যন্ত অঞ্চলে মাঝেমধ্যে জোরপূর্বক গর্ভপাত করা হয়।
১৫ থেকে ৪৪ বছর বয়সী এক হাজার নারীর মধ্যে ২৪ জন নারী বছরে গর্ভপাত করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, যে সব মা এক সন্তান নীতি না মানে তাদেরকে এক থেকে ৪০ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হয়। তার পরও অনেক সময় তাদেরকে এ থেকে ফেরানো যায় না।
যদিও সরকারি হিসাবমতে এক কোটি ৩০ লাখ গর্ভপাতের ঘটনাকে অনেক বেশি মনে করা হয়। প্রকৃত সংখ্যা এরচেয়েও বেশি।
উল্লেখ্য, ২০০৩ সালের প্রতিবেদনে চীনে গর্ভপাতের সংখ্যা ছিল ৯০ লাখ। আর বিশ্বে ছিল ৪ কোটি ২০ লাখ।
বাংলাদেশ সময়: ১৯০৭ঘণ্টা, অক্টোবর ২০, ২০১০