জ্যাকসন: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ কৃষ্ণাঙ্গদের গণহত্যার উদ্দেশে যড়যন্ত্র করার অভিযোগে এক যুবকের ১৪ বছরের কারাদণ্ড হয়েছে। শুক্রবার তাকে জেলে পাঠানো হয়েছে।
ওই ব্যক্তির নাম ড্যানিয়েল কাওয়ার্ট। তার বয়স ২২। বাড়ি টেনিসি অঙ্গরাজ্যে। আরকানসাস অঙ্গরাজ্যের পল শলেসেলামান নামের আরেক তরুণের সঙ্গে বর্ণবাদী সহিংসতা ছড়িয়ে দেওয়ার চেষ্টার করেন তিনি। গত মার্চে কেন্দ্রীয় আদালতে এটা তিনি স্বীকার করেন। একই অভিযোগে পলকে দেওয়া হয়েছে ১০ বছরের কারাদণ্ড।
সিভিল রাইটস বিভাগের সহকারী অ্যাটর্নি জেনারেল টমাস ই. পেরেজ বলেন, ‘সাংঘাতিক অপরাধের জন্য একটি সাংঘাতিক শাস্তি হয়েছে। ’
গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা শুক্রবারের শুনানিতে স্যা দিয়ে বলেন, তিনি কাওয়ার্টের কম্পিউটারে জাতিগত দাঙ্গা বাধানোর উদ্দেশ্যে কৃষ্ণাঙ্গদের হত্যা করা সংক্রান্ত একটি ইমেইল পেয়েছেন। টেনিসি অঙ্গরাজ্যে দি জ্যাকসন সান নামে একটি সংবাদপত্র এ তথ্য প্রকাশ করেছে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১০