ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হাইতিতে কলেরা মহামারী আকার ধারণ করেছে, নিহত ২২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
হাইতিতে কলেরা মহামারী আকার ধারণ করেছে, নিহত ২২০

পোর্ট-অব-প্রিন্স:  ভূমিকম্প বিধ্বস্ত হাইতিতে কলেরা মহামারী আকার ধারণ করেছে।   এ পর্যন্ত ২২০ জন নিহত ও প্রায় ২৫০০ জন আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাইতি সরকার শনিবার এতথ্য জানিয়েছে।

রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে ৮০ কিলোমিটার উত্তরাঞ্চলে লোয়ার আর্তিবোনতি এলাকায় কলেরা আক্রান্ত মানুষ জ্বর, বমি ও ডায়রিয়ায় ভূগছেন।
 
দেশটিতে গত ১২ জানুয়ারিতে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পে ২ লাখের বেশি মানুষ নিহত হয় এবং এখনো কমপক্ষে ১০ লাখ মানুষ বাড়িঘর হারিয়ে তাবুতে বসবাস করছেন।

তবে সরকারি কর্মকর্তারা ঘনবসতি অঞ্চলগুলোয় কোলেরার প্রাদুর্ভাব হতে পারে বলেও জানিয়েছেন। বিশেষ করে যেসব শহরে পয়:নিষ্কাশন ব্যবস্থা দুর্বল ও চিকিৎসাসেবা অপ্রতুল।

সুরেনা বার্তাসংস্থা এএফপি কাছে নিশ্চিত করে জানিয়েছেন, ‘গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে এটা কোলেরা।

হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাসচিব গ্যাব্রিয়েল টিমোথে বলেন, ‘হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রগুলোতে অনেক রোগী ভর্তি হয়েছে। অসংখ্য মৃত্যুও নিবন্ধন করা হয়েছে। ’

সেন্টমার্ক অঞ্চলের সেন্ট নিকোলাস হাসপাতালের রোগী ও তাদের আত্মীয়স্বজনদের মধ্যে সন্দেহ, আশঙ্কা দানা বেঁধেছে। অনেকেই চিকিৎসা সুবিধা পাচ্ছেন কম।

এদিকে যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে তাতে হাসপাতালগুলো রোগীদের জরুরি সেবাদান আওতার বাইরে চলে যাচ্ছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।