কলকাতা: মোবাইল হ্যান্ডসেটের বাজারে নতুন প্রবেশ করে যে সব সংস্থা জনপ্রিয়তা পেয়েছে তাদের তালিকা ভারতীয় মাইক্রোম্যাক্স অন্যতম। এই সংস্থার হ্যান্ডসেট এখন ভারত ছাড়াও বাংলাদেশেসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় কলকাতায় এই হ্যান্ডসেটটি প্রকাশ করে মাইক্রোম্যাক্সের পক্ষে দাবি করা হয়, মোদু টি এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে হালকা টাচ স্ক্রিন। এই হ্যান্ডসেটটি গিনেস বুক অব ওয়াল্ড রেকর্ডসে শিরোপা পেয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, মাত্র ৩.৫ ওজনে এই স্মার্ট ফোনটিতে রয়েছে ২.২ ইঞ্চি টাচ স্ক্রিন এবং এলইডি ফাশ যুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও থাকছে অভিনব ‘এফওয়াই ডিভাইস’। বর্তমানে এই সেটটির সঙ্গে একটি ২ জিবি মেমোরি কার্ড বিনামূল্যে দেওয়া হচ্ছে। ভারতীয় রুপিতে এর দাম পড়বে ১২ হাজার।
সংস্থাটি জানিয়েছে, অতি অল্প সময়ে এই সেটটি বাংলাদেশেও পাওয়া যাবে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০