ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে জাতিসংঘ কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছেন মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৪, অক্টোবর ২৪, ২০১০
আফগানিস্তানে জাতিসংঘ কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছেন মুন

জাতিসংঘ: আফগানিস্তানের হেরাত প্রদেশে শনিবার জাতিসংঘের কার্যালয়ে আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন।

জাতিসংঘ কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘ হামলার ঘটনার পূর্ণ তদন্ত করবে।

আফগানিস্তানের জনগণ ও কর্তৃপক্ষকে সহায়তা দিতে হামলার পরেও হেরাতে জাতিসংঘ তাদের কার্যক্রম চালিয়ে যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জাতিসংঘ কর্মীদের জীবন রক্ষা করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন বান কি মুন।

এদিকে আফগানিস্তনের পশ্চিমাঞ্চলের পুলিশ বাহিনী উচ্চ পদস্থ কর্মকর্তা আব্দুল মাজিদ রুজি বলেন, আত্মঘাতী হামলাকারী শনিবার গাড়ি নিয়ে কার্যালয় এলাকায় ঢুকে বোমা বিস্ফোরন ঘটায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।

হেরাত প্রদেশের পুলিশ প্রধান নুর খান নেকজাদ বলেন, হামলাকারীদের তিনজনই নিহত হয়েছেন। তারা নারী ছদ্মবেশে এসেছিলেন।

সাপ্তাহিক ছুিটর দিন থাকায় কার্যালয়ের ভেতর কোনো প্রশাসনিক কর্মকর্তা ছিলেন না ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।