ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোশাররফের উপর ফতোয়া জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১০
মোশাররফের উপর ফতোয়া জারি

ইসলামাবাদ: পাকিস্তানের সাবেক সেনা শাসক পারভেজ মোশাররফকে হত্যাকারী উল্লেখ করে তার উপর ফতোয়া জারি করা হয়েছে। শনিবার কোয়েটাতে এক বৈঠকে রাজনীতিবিদ ও ধর্মীয় নেতারা মোশাররফের উপর এ ফতোয়া জারি করেন।

 

একইসময়ে রাজনৈতিক প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে করা মামলাটি নিবন্ধন করতে সর্বোচ্চ আদালতে আবেদন করা হয়।  

বৈঠকে মোশারফেরর রাজনীতিতে ফিরে আসার প্রস্তুতিকে ‘ওয়াজিবুল কোয়াতাল’ (হত্যাকারী হওয়ার উপযুক্ত) বলে ঘোষণা করা হয়।

বেলুচ নেতা নওয়াব আকবর বুগতি এবং নওয়াবজাদা বালাচ ম্যারিকে হত্যা এবং ২০০৭ সালে ইসলামাবাদের লাল মসজিদে সেনা অভিযানের অপরাধে তার উপর এ ফতোয়া জারি করা হয়।

জামহোরি ওয়াতান দলের আয়োজিত এ বৈঠকের সভাপত্বি করেন দলের প্রধান নওয়াবজাদা তালাল আকবর বুগতি। তিনি নওয়াব আকবর বুগতির ছেলে।

সম্প্রতি মোশাররফের শিরচ্ছেদের জন্য এক বিলিয়ন রুপি এবং এক হাজার একর জমি পুরস্কার ঘোষণা করে চাঞ্চল্য সৃষ্টি করেন বুগতি ।

এদিকে ইন্টারপোলের সাহায্যে মোশাররফকে পাকিস্তানে ফিরিয়ে আনার অধ্যাদেশ জারির জন্য সর্বোচ্চ আদালতে আহ্বান জানান তারা।

একইসঙ্গে আকবর বুগতি ও লাল মসজিদের প্রার্থণা ঘরে জামাইয়া হাফসার শিক্ষার্থীকে হত্যার দায়ে আদালতে তার বিচারের দাবিও জানানো হয়।

এছাড়া সংবিধান বাতিল করা এবং পরমাণু বিজ্ঞানি এ কিউ খানকে আটকের দায়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।


বাংলাদেশ সময়: ১৮১৫ঘণ্টা, অক্টোবর ২৪,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।